ঢাকা ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কোনো দেশের গোলাম হয়ে নয়, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবে বিএনপি:  মেজর হাফিজ 

কোনো দেশের গোলাম হয়ে নয়, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবে বিএনপি:  মেজর হাফিজ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, জনগণ মনে করে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করবো। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। অপকর্ম করার জন্য রাজনীতি করি না। বিএনপি ভদ্রলোকের দল। কারো অপরাধের দায় বিএনপি নেবে না। আমরা মনে করি দলমত নির্বিশেষে এখানে মানুষ মিলেমিশে বসবাস করবে। অতীতের তুলনায় তজুমদ্দিন-লালমোহন শান্তির নীড়ে পরিণত হবে। শুক্রবার দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে মেজর হাফিজ এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি’র সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারীসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত